পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানকালে বিক্ষুব্ধ জেলেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বহরে হামলা চালিয়েছে। এতে ট্রলার চালক রহিম ও তার ছেলে লিমন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ মাহমুদ আল জামান।
তিনি জানান, সন্ধ্যা থেকে তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীতে কারেন্ট জাল উদ্ধারের অভিযান চালানো হয়। একপর্যায়ে কালাইয়া নদীতে অভিযানকালে স্থানীয় জেলেরা বিক্ষুব্ধ হয়ে নদীর পাড় থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ওই দুইজন আহত হয়।
তিনি আরো জানান, এমন সময় হঠাৎ তাদের বহনকারী ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে অন্য ট্রলারের মাধ্যমে তারা তীরে পৌঁছে।
অভিযান কালে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেচি মা ইলিশ জব্দ করা হয়েছে বলেও তিনি জানান।
২৫ সেপ্টেম্বর থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত পনের দিন মা ইলিশ রক্ষায় ইলিশ ধরা, বহন, ক্রয় বিক্রয় করার ওপর সরকার নিষেধাজ্ঞা জারী করলেও পটুয়াখালীর প্রায় সব নদীতে নির্বিঘ্নে জেলেরা মা ইলিশ ধরছে এবং প্রকাশ্যে বিক্রি করছে।
বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ