ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাসে বর্ধিত ভাড়ার তালিকা নেই, চলছে তর্কবিতর্ক

তাবারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বাসে বর্ধিত ভাড়ার তালিকা নেই, চলছে তর্কবিতর্ক ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজধানীর বাস ও মিনিবাসের বর্ধিত ভাড়া আদায় নিয়ে কন্ডাক্টর ও যাত্রীদের মধ্যে চলছে তর্কবিতর্ক। ভাড়া বাড়ানোর পর নগরীর অধিকাংশ বাস ও মিনিবাসে নতুন ভাড়া তালিকা না থাকায় এ সমস্যা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


 
বাসের বর্ধিত ভাড়া আদায়ের প্রথম দিন বৃহস্পতিবার (০১ অক্টোবর) ও দ্বিতীয় দিন শুক্রবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বাস ও মিনিবাসে চড়ে এমন চিত্র পাওয়া যায়।
 
গত ১০ সেপ্টেম্বর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি এক টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা ৭০ পয়সা করা হয়। আর মিনিবাসের ভাড়া নির্ধারণ হয় এক টাকা ৫০ পয়সা থেকে এক টাকা ৬০ পয়সা।
 
রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, মিরপুর থেকে মতিঝিল, যাত্রাবাড়ী, গুলিস্তান, সদরঘাট এলাকায় যেসব বাস ও মিনিবাস চলাচল করে সেসব অধিকাংশ বাসে নতুন ভাড়া তালিকা নেই।
 
তবে বিচ্ছিন্নভাবে কিছু পরিবহনে নতুন ভাড়ার তালিকা দেখা যায়। এসব পরিবহনের সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, অধিকাংশ যাত্রী‍ বর্ধিত ভাড়া দিতে অস্বীকৃতি জানান।
 
অন্যদিকে, যাত্রীদের অভিযোগ, এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতে কতো টাকা ভাড়া বেড়েছে তা নতুন তালিকা না লাগানো পর্যন্ত বিষয়টি পরিষ্কার নয়। কারণ ১০ কিলোমিটারে এক টাকা বাড়ানোর কথা। কিছু বাসের কন্ডাক্টর ও হেলপার সেখানে ৪/৫ টাকা বাড়তি ভাড়া আদায় করছেন।
 
মিরপুর থেকে কেরানীগঞ্জ রুটে চলাচল করা দিশারী পরিবহনের একাধিক বাসে দেখা যায়, বর্ধিত ভাড়ার বিষয়ে কোনো তালিকা এসব বাসে নেই। তবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ে বাসের মধ্যে তর্কবিতর্ক ও কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।
 
বর্ধিত ভাড়ার তালিকা না থাকার বিষয়ে জানতে চাইলে বাসের কন্ডাক্টর ওসমান গনি জানান, মালিক ২/১ দিনের মধ্যে তালিকা লাগাবেন। কিন্তু ১ অক্টোবর থেকে ভাড়া বাড়ানো হয়েছে। সে কারণে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে।
 
মিরপুর-গুলিস্তান রুটে চলাচল করা ইটিসি পরিবহনের একটি বাসে নতুন ভাড়া তালিকা লাগানো হয়েছে। এ বাসের হেলপার মো. আলম জানান, আগে তাদের ভাড়া ছিল ২০ টাকা, এখন ২৪ টাকা করা হয়েছে। অনেকেই বাড়তি ভাড়া দিচ্ছেন।

গাজীপুরের শিববাড়ি থেকে রাজধানীর মতিঝিল রুটে চলাচলকারী ঢাকা পরিবহনের কোনো বাসেই নতুন ভাড়ার তালিকা দেখা যায়নি।
 
এ পরিবহনের একটি বাসের কন্ডাক্টর গিয়াস উদ্দিন জানান, গাজীপুর থেকে মতিঝিল পর্যন্ত তাদের বাসের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। যদিও এ বাসের একাধিক যাত্রী মনে করেন, বর্ধিত ভাড়া ৫ টাকার কম হওয়ার কথা, কিন্তু তারা ১০ টাকা বাড়িয়েছে।
 
টঙ্গী থেকে যাত্রাবাড়ী রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি বাসের হেলপার জাবেদ আলী জানান, তাদের সর্বোচ্চ ভাড়া ৪০ টাকা। নতুন ভাড়া অনুসারে তা ৪৫ টাকা করা হয়েছে। তবে এখনো কোনো তালিকা লাগানো হয়নি। সে কারণে আগের ভাড়াই আদায় হচ্ছে বলে দাবি করেন তিনি।
 
রাজধানীর গুলশান থেকে গুলিস্তান ও মতিঝিল রুটে চলাচল করা কয়েকটি বাসে দেখা যায়, নতুন তালিকা অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ৭ টাকা দিতে যাত্রীদের কাছে অনুরোধ করে লিফলেট লাগানো হয়েছে। এতে বলা হয়েছে, যন্ত্রাংশ ও গ্যাসের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে সর্বনিম্ন এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
 
এছাড়া মিরপুর থেকে কমলাপুর চলাচল করা স্বকল্প পরিবহন, গাবতলী থেকে যাত্রাবাড়ী রুটে ৮ নম্বর বাস, মিরপুর থেকে সদরঘাট রুটে বিহঙ্গ পরিবহনসহ অধিকাংশ বাসে নতুন ভাড়া তালিকা লাগানো হয়নি।
 
মিরপুর থেকে একটি বাসে পল্টন এলাকায় আসেন শওকত আলী, তিনি বায়তুল মোকাররম এলাকার একজন ব্যবসায়ী। এ সময় জানতে চাইলে নতুন ভাড়া সম্পর্কে তিনি বলেন, বহু বাসের ভেতরে নতুন ভাড়ার তালিকা লাগানো হয়নি। তবে যতটুকু বাড়ানো হয়েছে এরচেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে কন্ডাক্টর-যাত্রীদের মধ্যে তর্কবিতর্ক এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে বলে  জানান তিনি।
 
গত ১ আগস্ট গ্যাসের (সিএনজি) দাম বাড়ায় সরকার। এরপর পরিবহন মালিকদের দাবির কারণে গত ১০ সেপ্টেম্বর বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। যা ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
 
ঢাকা ছাড়াও আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও চট্টগ্রাম নগরীতে এ ভাড়া কার্যকর হয়েছে।
 
অন্যদিকে, প্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়ানো হলেও সর্বনিম্ন বাস ভাড়া ৭ টাকা ও মিনিবাসের ভাড়া ৫ টাকা অপরিবর্তিত রয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
টিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।