ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঈদ ভাঙ্গা বাজার জমেনি

ফররুখ বাবু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ঈদ ভাঙ্গা বাজার জমেনি ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদের ছুটি শেষ হলেও রাজধানীর শপিং মল আর বিপণী বিতানে এখনও কাটেনি ঈদের আমেজ।

শুক্রবার (০২ অক্টোবর) সরেজমিন দেখা গেছে, অধিকাংশ দোকানপাট খোলা থাকলেও কর্মস্থলে ফেরেননি বেশিরভাগ দোকান কর্মচারী।

এছাড়া ছুটির দিনে নিউমার্কেটে স্বাভাবিক ক্রেতাদের যে চাপ থাকে তাও নেই।

রাজধানীর নিউমার্কেট ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া প্রতিকূলে থাকলেও অন্য বছরের তুলনায় এবারের ‘ঈদ ভাঙ্গা বাজারে’ খারাপ বিক্রি হচ্ছে।

ঈদের ছুটি শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ আগে, তবুও কেন মার্কেট জমে ওঠেনি? বাংলানিউজের পক্ষ থেকে এমন প্রশ্ন নিউমার্কেট এলাকার একাধিক ব্যবসায়ীকে করা হয়।

জবাবে মেয়েদের জামা বিক্রেতা মো. সোহেল বলেন,  ঢাকাই বন্ধ রয়েছে মার্কেট জমবে কিভাবে।

তিনি বলেন, নিউমার্কেট জমে ওঠে ঢাকায় ভর্তি কোচিং করতে আসা শিক্ষার্থীদের কারণে। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখনও বাড়ি থেকে ফেরেনি বিধায় মার্কেট ফাঁকা।

মেয়েদের জুতা বিক্রেতা মো. সাইদুল বলেন, সবাই ঈদে বাড়তি খরচ করেছে, তাই অনেকেই মার্কেটে আসছে না। আরও ১৫ থেকে ২০ দিন পরে নিউমার্কেট জমবে।

সরেজমিন দেখা যায়, নিউমার্কেটের সামনের রাস্তায় হকারদের উপস্থিতি রয়েছে, কিন্তু ক্রেতা নেই। এছাড়া মার্কেটের দ্বিতীয় তলায় ছেলেদের জামা, পাঞ্জাবী ও প্যান্টের দোকানগুলোতে নতুন কালেকশনের পশরা সাজাতে ব্যস্ত দোকানিরা।

নিউমার্কেট এলাকায় ফুটপাতে হকাররা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের পসরা নিয়ে বসলেও কোনো হাক-ডাক নেই তাদের মুখে। একই অবস্থা ফুটওভার ব্রিজের ওপরে বসা হকারদের।

নিত্য প্রয়োজনীয় ক্রোকারিজের (কাঁচ, প্লাস্টিক ও স্টিলের খাবারের পাত্র) দোকানগুলও ফাঁকা।
 
আরও এক সপ্তাহ পরে এ মার্কেট জমে উঠবে বলে জানান ব্যবসায়ী মো. শহীদ।

তিনি বলেন, এসব মালপত্র কেনেন নারীরা। পুরুষরা অফিস খোলায় ঢাকায় চলে এসেছে। আর যাত্রা পথের চাপ কমলে মহিলারা চলে আসবেন। এ কারণেই আমাদের বেচাকেনা কম হচ্ছে।

ছুটির দিনে নিউমার্কেটে যারা এসেছেন, তাদের অধিকাংশ মেয়ে। ঈদের জামার সঙ্গে মিলিয়ে ঈদের সময় গয়না ও জুতা কিনতে পারেননি বিধায় ফাঁকা মার্কেটে পছন্দের জিনিস খুঁজছেন।

এ বিষয়ে শিক্ষার্থী তামান্না হক বলেন, ঈদে প্রচুর ভীর ছিল, এ কারণে জুতা ও কানের দুল জামার সঙ্গে মিলিয়ে কিনতে পাড়ি নাই। ঈদের জামা পরে ম্যচিং করে ভার্সিটিতে যাব, তাই কিনতে এসেছি।

বাংলাদেশ সময়ঃ ০৬৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।