ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মালিবাগে যুবককে কুপিয়ে ১০ হাজার টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
মালিবাগে যুবককে কুপিয়ে ১০ হাজার টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর মালিবাগ মোড়ে মাসুদ পারভেজ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ১০ হাজার টাকা ও তার লাগেজটি ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।



আহত মাসুদ পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাতিরপুল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক।

ঢামেকের ক্যাম্প পুলিশ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে মাসুদ চট্টগ্রাম থেকে সোহাগ পরিবহনের বাসে করে মালিবাগ মোড়ে এসে নামেন। বাস থেকে নেমে তিনি হাতিরপুল যাওয়ার জন্য রিকশা ঠিক করছিল। এ সময় তিন ছিনতাইকারী এসে তার হাতে কোপ দিয়ে কাছে থাকা ১০ হাজার টাকা ও তার ল‍াগেজটি নিয়ে যায়।

স্থানীয়রা আহত মাসুদকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।