লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কুশাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নুরা নামে এক ডাকাত নিহত হয়েছেন।
শুক্রবার (০২ অক্টোবর) গভীররাতে এ ঘটনা ঘটে।
নিহত নুরা ডাকাত লক্ষ্মীপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সেরাজ মিয়ার ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গভীররাতে একদল ডাকাত কুশাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করে। এসময় অন্যরা পালাতে পারলেও নুরা ডাকাত জনতার হাতে ধরা পড়েন। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নুরার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআই