ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে ১০ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
কমলনগরে ১০ জেলে আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ শিকার করার সময় ১০ জেলেকে আটক করেছে পুলিশ ও মৎস্য বিভাগের সদস্যরা।

শনিবার (৩ অক্টোরব) সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।

তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ শাহিন জানান, জেলেরা নদীতে মাছ শিকার করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল ও মাছ জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ইলিশগুলো পরে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। এছাড়া আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।