হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালপুর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোস্তাক আহমেদ পলাশের স্ত্রী কানাইঘাট এলাকার মুর্শেদা বেগম (৪০) ও তার ছেলে মেহেদী (০৫), বাগেরহাটের তরিকুল (৩৫), বাসের সুপারভাইজার লক্ষ্মীপুরের মহসিন আলী টিপু (৪৫), নোভাস্ট্রি ফার্মার প্রতিনিধি আরিফ আজাদ (৩৪), আবু সালেহ (৩০) ও লেবানল প্রবাসী শাহবুদ্দিন (৩০) সিলেটের কানাইঘাট উপজেলার বুলুয়া গ্রামের নুরুল হকের ছেলে।
শেরপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস জালালপুর এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়।
পরে মৌলভীবাজার ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ২জনের মৃত্যু হয়।
অন্য আহতরা মৌলভীবাজার হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসএইচ
** নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭