গাজীপুর: গাজীপুরে ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন। তার নাম বিল্লাল হোসেন (১৭)।
শনিবার (০৩ অক্টোবর) সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল ময়মনসিংহের নান্দাইল উপজেলার আবদুল মোতালেবের ছেলে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, রেলপথ পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় ওই কিশোর ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, বিল্লাল ঈদের ছুটিতে ধীরাশ্রম এলাকায় তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসেন। এদিন সকাল ৯টার দিকে বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫, আপডেট ১৭৫৬
এমজেএফ/আইএ