রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোসে কোনিও (৪৮) নামে এক জাপানি নাগরিক নিহত হয়েছেন।
শনিবার (০৩ অক্টোবর) পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, জাপানি নাগরিক হোসে কোনিও রংপুর শহরের জুম্মা পাড়া এলাকায় থাকতেন। কাউনিয়া উপজেলার নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের প্রজেক্ট রয়েছে।
তিনি আরও জানান, সকালে ওই প্রজেক্ট দেখে ফেরার পথে কচুআলুটারি এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এলাপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার পরপরই শহরের সবগুলো পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে বলে পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
** জাপানি নাগরিক হত্যায় সুষ্ঠু তদন্ত চায় দূতাবাস
** জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক ৪
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫/আপডেটেড ১২০০
এসএইচ