ঢাকা: স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও খোলা স্থানে মলত্যাগ বন্ধে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক জানিয়েছেন, বর্তমানে দেশে খোলা স্থানে মলত্যাগ করে মাত্র এক শতাংশ মানুষ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘জার্নি টু জিরো’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক স্যানিটেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর আয়োজিত সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। তবে শেষ পর্যন্ত মন্ত্রী আসেননি।
পরে মন্ত্রীর অনুপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক।
এসময় তিনি জানান, ১৯৯০ সালে বাংলাদেশে খোলা স্থানে মলত্যাগের হার ছিলো ৩৪ শতাংশ। সরকার, সুশীল সমাজ ও দেশের সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ফলে খোলা স্থানে মলত্যাগ প্রায় বন্ধ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডওয়ার্ড বেগবেডার, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী ও স্যানিটেশন সচিবালয়ের সদস্য সচিব প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ প্রমুখ।
গবেষক সুজান হানচেট ও শফিউল আজম আহমেদ বাংলাদেশে খোলা স্থানে মলত্যাগ দূরীকরণ বিষয়ক উপস্থাপনায় সাফল্য আর্জনের ক্ষেত্রে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ও কমিউনিটি লেড টোটাল স্যানিটেশন (সিএলটিএস) আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দু’দিনব্যাপী সম্মেলনে জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ৮টি টেকনিক্যাল সেশনে ২২টি গবেষণা পরিবেশন করবেন। এর মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের স্যানিটেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএসএস/এএ