গাজীপুর: জেলার কালীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার (২ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার মুনসুরপুর এলাকায় ইকবাল পানি খাওয়ার কথা বলে ওই কিশোরীর ঘরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ঘরের দরজা-জানালা আটকে দেয়। এক পর্যায়ে তার সহযোগী স্থানীয় টেকপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে বাবুল ওরফে সুন্দর বাবলুকে (২৮) নিয়ে ঘরের ভেতরে নিয়ে তারা ইয়াবা সেবন করে। পরে ওই কিশোরীকে তারা ধর্ষণের চেষ্টা চালায়।
এক পর্যায়ে চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে ইকবালের বাবার কাছে বিচার চাইলে ইকবাল তাদের বাড়িতে গিয়ে ভিকটিমের মা, নানী, মামা ও বড় ভাইকে মারধর করেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভিকটিম জানান, ইকবাল তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাতেন ও কুপ্রস্তাব দিতেন। আর এ ঘটনার পর থেকে নির্যাতনকারীদের কারণে সকাল থেকে চেষ্টা করেও থানায় মামলা করার জন্য ঢুকতে পারছিলেন না।
মামলা করে তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। শনিবার ভোরে ইকবালকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণর্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএ