লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদল হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ডিএসবি পুলিশ।
শনিবার (০৩ অক্টোবর) সকালে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (০২ অক্টোবর) রাতে উপজেলার মেডিকেল মোড় থেকে তাকে আটক করা হয়।
তিনি বগুড়ার কাহালু উপজেলার সাখাটিয়া গ্রামের আব্দুল জব্বার ফকিরের ছেলে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে ইয়াবা নিয়ে বাস থেকে হাতীবান্ধার মেডিকেল মোড়ে নামেন বাদল। খবর পেয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১২০ পিস ইয়াবা পাওয়া যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে জানান, সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএটি/এসআই