ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আজমিরীগঞ্জে ১৫শ’ লিটার চোলাই মদসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
আজমিরীগঞ্জে ১৫শ’ লিটার চোলাই মদসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরের ঋষিপাড়া এলাকা থেকে দেড় হাজার লিটারের বেশি চোলাই মদ ও ৫ কেজি নিশাদল (মদ তৈরির নেশাজাতীয় উপকরণ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ জনকে আটক করা হয়।



শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আজমিরীগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটকরা হলেন, আজমিরীগঞ্জ পৌরসভার আজিমনগর এলাকার গোলাম আলীর ছেলে শিবলু মিয়া (২৮), ঋষিপাড়ার ফুলবাস রবিদাস (৩৫) এবং একই এলাকার খোকন রবিদাস (৩০)।

স্থানীয় সূত্র জানায়, আজমিরীগঞ্জ পৌরসভার ঋষিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র চোলাই মদ বিক্রি করে আসছিল। শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের নির্দেশে চোলাই মদ উদ্ধারে আজমিরীগঞ্জ থানা পুলিশ অভিযান চালায়।

আজমিরীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫/আপডেট: ১৭৪২ ঘণ্টা
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।