ব্রাহ্মণবাড়িয়া: আইনমন্ত্রী আনিসুল হকের নাম ভাঙিয়ে সরকারি চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগে আবুল কাশেম (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) সকালে কসবা উপজেলার কাইয়ূমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কাশেম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা গ্রামের বাসিন্দা।
এরআগে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ ও কসবা থানা সূত্রে জানা যায়, আইনমন্ত্রীর নাম ভাঙিয়ে সুনামগঞ্জের বেড়িগাঁও গ্রামের তারা মিয়ার ছেলে মুমিন মিয়ার কাছ থেকে সম্প্রতি সরকারি চাকরি দেওয়ার নাম করে ৮ লাখ ১০ হাজার টাকা নেন আবুল কাশেম।
এ সময় কসবা উপজেলার বায়েক গ্রামের সামছু মিয়ার ছেলে আজাদ মিয়া (২৫) ও একই উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের দারু মেম্বারের ছেলে সাইয়েদুল ইসলাম সাজিদ (৩৮) তার সঙ্গে ছিলেন।
কিন্ত পরে অভিযুক্ত তিনজন চাকরি না দিয়ে টাকা আত্মসাৎ করেন। ঘটনাটি জানাজানি হলে আইনমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন শনিবার সকালে কসবা থানায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রতারক আবুল কাশেমকে আদালতে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর