ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জাপানি নাগরিক হত্যায় সুষ্ঠু তদন্ত চায় দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
জাপানি নাগরিক হত্যায় সুষ্ঠু তদন্ত চায় দূতাবাস ছবি: সংগৃহীত

ঢাকা: রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোনিও (৪৮) হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ঢাকাস্থ জাপান দূতাবাস।

শনিবার (০৩ অক্টোবর) ঢাকায় নিযুক্ত জাপান দূতাবাসের মুখপাত্র তাকেশি মাতসোনাগা এ দাবি জানান।



বাংলানিউজের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জাপানি নাগরিক খুনের ঘটনাটি আমরা জানতে পেরেছি। বিষয়টি এখন সুষ্ঠু তদন্তের বিষয়।

এছাড়া এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি জাপান দূতাবাসের এই মূখপাত্র।

শনিবার (০৩ অক্টোবর) পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক হোসে কোনিও (৪৮)। নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের প্রজেক্ট রয়েছে। সকালে এই প্রোজেক্ট থেকে ফেরার পথে কচুআলুটারি এলাকায় তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
জেপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।