ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ ব্যক্তিকে কুপিয়ে জখম

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
রূপগঞ্জে ২ ব্যক্তিকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পৃথক স্থানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন।

শনিবার (০৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর ও গঙ্গানগড় এলাকায় এ ঘটনা ঘটে।



আহতরা হলেন, গোবিন্দপুর এলাকার তাইজউদ্দিনের ছেলে ওমর আলী (৪৫) ও গঙ্গানগড় এলাকার নছর উদ্দিনের ছেলে আবুল হাসেম (৪৪)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গঙ্গানগড় এলাকার একটি পুকুরে গোসল করতে গিয়ে পানি ঘোলা করেন শামীম, জাহাঙ্গীর ও সুমন নামে স্থানীয় তিন যুবক। আবুল হাসেম এর প্রতিবাদ করায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তারা।  

অপরদিকে, গোবিন্দপুর এলাকার একটি পুকুর থেকে জোর করে মাছ শিকার করেন শরীফ ও হাসান আলী নামে দুই যুবক। এর প্রতিবাদ করায় পুকুর মালিক ওমর আলীকে কুপিয়ে জখম করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ধরনের অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।