মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় পদ্মা নদীতে ইলিশ শিকারের অভিযোগে ১৪ জেলেকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।
শনিবার (৩ অক্টোবর) ভোরে পদ্মার অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, শিবালয় উপজেলার আবুল মণ্ডল (৪০), সোহা মণ্ডল (২২), ছকেল মণ্ডল (২৪), আদু ফকির (১৮), পাবনা জেলার এলেম সরদার (৫৮), রইসা খান (৫০), নুরুল ইসলাম (২২), মিঠু শেখ (৩২), এরশাদ আলী (২৮), ইউসুফ আলী (৩২), এরশাদ মণ্ডল (১৮), জয়নাল প্রামাণিক (৫০), আওলাদ প্রামাণিক (৪০) ও হালিম মণ্ডল (২৬)।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে জানান, পদ্মা ও যমুনায় জেলেরা কারেন্ট জাল ফেলে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে পুলিশ নদীতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেন।
আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএটি/এসআর