ঢাকা: বাংলাদেশে অবস্থানরত দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সাবধান থাকতে বলেছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোমিও (৪৮) হত্যার ঘটনায় এ সাবধানতা দেওয়া হয়।
শনিবার (০৩ অক্টোবর) দুপুর ২টার দিকে নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ সাবধানতা দেয় দূতাবাসটি।
এতে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত দক্ষিণ কোরীয় নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। দেশের যেকোনো স্থানে চলাফেরার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে উচ্চপর্যায়ে সচেতনতা অবলম্বনেরও আহ্বান জানানো হচ্ছে।
শনিবার (০৩ অক্টোবর) পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক হোসে কোমিও (৪৮)। নাসনিয়ার বিল এলাকায় তার একটি ঘাসের প্রজেক্ট রয়েছে। সকালে এই প্রোজেক্ট থেকে ফেরার পথে কচুআলুটারি এলাকায় তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
জেপি/আরএইচ
** জাপানি নাগরিক হত্যায় সুষ্ঠু তদন্ত চায় দূতাবাস