কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে আবুল হাশেম পোয়া মাঝি ( ৫০) নামে তালিকাভুক্ত এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের টেণ্ডলপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবুল হাশেম সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার আবু তাহেরের ছেলে।
তার বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচার আইনে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে জানান, আটক আবুল হাশেমকে রোববার আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমজেড