ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংষর্ঘে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন থেকে চারজন।



শনিবার (০৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মাইজবাড়ি পাঁচমাইল স্থানে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী বাস ও মুক্তাগাছাগামী আটোরিকশার মধ্যে এই সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, নিহত একজনের নাম বাবুল সিকদার (৫০)। তিনি স্বর্ণ ব্যবসায়ী। আরেকজন টেনু (৩৫)।

এদিকে আহতদের মধ্যে জহুরুল ইসলাম (২৭), অজ্ঞাত পরিচয় স্কুলছাত্রী (১৮) ও অজ্ঞাত পরিচয় বৃদ্ধ (৫০)। এর মধ্যে জহুরুল ও স্কুল ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।