ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে নারী মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেণ্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বদরগঞ্জে নারী মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ছবি : প্রতীকী

রংপুর (বদরগঞ্জ): রংপুরের বদরগঞ্জ উপজেলায় ডলি বেগম (২৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট খন্দকার ইশতিয়াক আহমেদ এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত ডলি বেগম পৌরশহরের বালুয়াভাটা রেলবস্তি এলাকার হেলাল হোসেনের স্ত্রী।

এরআগে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৫০গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।