ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে জালটাকাসহ অন্তঃসত্ত্বা নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বরিশালে জালটাকাসহ অন্তঃসত্ত্বা নারী আটক

বরিশাল: বরিশাল নগরের কাউনিয়া থানাধীন প্রধান সড়কের তালুকদার বাড়ির সামনে থেকে জালটাকাসহ নাজমা বেগম (৩০) নামে অন্তঃসত্ত্বা এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।



আটক নাজমা বেগম নগরের আমতলা এলাকার ভাড়াটিয়া শহিদ ফকিরের স্ত্রী। তাদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমল জানান, কাউনিয়া প্রধান সড়কের তালুকদার বাড়ির সামনের একটি দোকানে মালপত্র কিনে দোকানিকে পাঁচশ’ টাকার একটি জালনোট দেন নাজমা। টের পেয়ে দোকানদার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে। এসময় তার কাছে এক হাজার টাকার দু’টি ও পাঁচশ’ টাকার তিনটি জালনোট পাওয়া যায়।

তবে নাজমার দাবি, নগরের সিঅ্যান্ডবি রোড সংলগ্ন জান্নাত ভবন নামে একটি ছাত্রী হোস্টেলে রান্নার কাজ করেন তিনি। সেখান থেকে এসব টাকা তাকে বেতন হিসেবে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।