ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শিবালয়ে ১৪ জেলেকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
শিবালয়ে ১৪ জেলেকে জরিমানা

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ১৪ জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গালিভ খান।

এর আগে শনিবার ভোরে পদ্মায় অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করে পুলিশ।
 
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- শিবালয় উপজেলার আবুল মন্ডল (৪০), সোহা মণ্ডল (২২), ছকেল মন্ডল (২৪), আদু ফকির (১৮), পাবনা জেলার এলেম সরদার (৫৮), রইসা খান (৫০), নুরুল ইসলাম (২২), মিঠু শেখ (৩২), এরশাদ আলী (২৮), ইউসুফ আলী (৩২), এরশাদ মণ্ডল (১৮), জয়নাল প্রামাণিক (৫০), আওলাদ প্রামাণিক (৪০) ও হালিম মণ্ডল (২৬)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম গালিভ খান বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার দায়ে তাদের জরিমানা করা হয়েছে। এসময় জব্দকৃত ৪০ কেজি ইলিশ মাছ শিবালয়ের এতিমখানা ও গির্জার শিশুদের মাঝে বিতরণ ও জালগুলো উপজেলা পরিষদ চত্বরে পোড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।