ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক ৪

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক ৪ হোসে কোনিও

রংপুর: রংপুরের কাউনিয়ায় নাসনিয়ার বিল আলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোনিও (৪৮) নিহত হওয়ার ঘটনায় বাড়ির মালিক ও ব্যবসায়ীক পার্টনারসহ ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এরা হলেন, বাড়ির মালিক জাকারিয়া বালা, ব্যবসায়িক পার্টনার হীরা, ঘটনাস্থলের পাশের বাড়ির মালিক মুরাদ ও ঘটনার সময় তাকে বহনকারী রিকশাচালক মোন্নাফ।



এদিকে শনিবার (০৩ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির ও রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, জাপানিজ নাগরিক হোসে কোনিওকে হত্যার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি যে রিকশায় এসেছেন ও যে বাড়িতে বসেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশা করি ঘটনার মোটিভ উৎঘাটন করা সম্ভব হবে।

সকাল পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোসে কোনিও নিহত হন।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।