ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তুবার হত্যাকারীদের গ্রেফতারে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
তুবার হত্যাকারীদের গ্রেফতারে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মেধাবী ছাত্রী রিফাত তাসফিয়া রউফ তুবার হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং ছাত্রফ্রন্টের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে শহরের সাতমাথা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা কমিটির আহ্বায়ক দিলরুবা নূরী, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি শ্যামল বর্মন, রেনু বালা, রাধা রানী বর্মন, মুক্তা আকতার মীম, ধনঞ্জয় বর্মন, শুভ প্রমুখ।

একাদশ শ্রেণির ছাত্রী তুবার (১৭) মরদেহ রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরতলীর ছাতিয়ানতলা রেলক্রসিংয়ের ১০০ গজ পূর্বে রেললাইনের পাশের একটি জঙ্গল থেকে উদ্ধার করে রেলওয়ে পুলিশ। সে শহরের সবুজবাগ এলাকার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফের মেয়ে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।