ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (০৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।



র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সেখানে জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এফবিএম আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। সে অনুযায়ী সরকারি দফতরে তথ্য চাওয়ার পদ্ধতি, তথ্য দেওয়ার সময়সীমা, নির্ধারিত সময়ে তথ্য না দিলে প্রতিকারের ব্যবস্থা রয়েছে।

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা কর্মচারীরা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।