ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ৫৪৪ মণ্ডপে দুর্গা পূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বরিশালে ৫৪৪ মণ্ডপে দুর্গা পূজা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের মৃৎ শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। রিশালের ৫৪৪ টি মণ্ডপে চলছে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ।

পূজা উৎসবকে কেন্দ্র করে বর্ণিল তোরণ, আলোকসজ্জাসহ নানা আয়োজন চলছে নগরীতে।

বরিশাল জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, এ বছর বরিশাল নগরীতে ৩৫ মণ্ডপে, সদর উপজেলায় ১৯, আগৈলঝাড়ায় ১৪২, উজিরপুরে ১০৬, গৌরনদীতে ৭৬, মুলাদীতে ০৯, হিজলায় ১২, বানারীপাড়ায় ৩৯, বাবুগঞ্জে ১৯, মেহেন্দিগঞ্জে ২১ ও বাকেরগঞ্জ উপজেলায় ৬৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের অ্যাডভোকেট দুলাল চন্দ্র শীল বাংলানিউজকে জানান, এ বছর জেলায় স্থায়ী-অস্থায়ী মিলে বরিশাল মহানগর ছাড়া জেলায় মোট ৫০৯ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক স্বপন কর বাংলানিউজকে জানান, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে আগাম প্রস্তুতিমূলক সব কাজ শুরু হয়েছে। এবারে এখন পর্যন্ত তার হাতে ৬টি ব্যক্তিগতসহ ৩৫টি পূজামণ্ডপের তালিকা রয়েছে।

আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে আগে থেকেই নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার আবু সাঈদ।

শান্তি ও সম্প্রীতির মধ্যে এবারেও বরিশালে উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পূজা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।