ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় ট্রাকচাপায় ২ শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
দাগনভূঞায় ট্রাকচাপায় ২ শিশু নিহত

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার পৃথক স্থানে ট্রাকের নিচে চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের সিলোনীয়া ও দুলামিয়া কটন মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৩টার দিকে দুলামিয়া কটন মিলের কাছে রাস্তা পার হচ্ছিল হাফিজা (৮) নামে এক শিশু। এ সময় নোয়াখালী থেকে ফেনীগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ধাওয়া করে সিলোনিয়া থেকে ট্রাক ও চালক কামাল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
অপরদিকে, দুপুর আড়াইটার দিকে সিলোনিয়া এলাকায় লালপুর রাস্তার মাথায় মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল পূজা রানী দাস (৬) নামে এক শিশু। এ সময় এক ট্রাকের চাপায় শিশুটি মারা যায়।

শিশু ‍পূজা উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব হিরাপুর গ্রামের সুফল চন্দ্র দাসের মেয়ে। সে সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।