ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশাল বিভাগে ২৭৭ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বরিশাল বিভাগে ২৭৭ জেলের কারাদণ্ড ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় বরিশালে বিভাগের বিভিন্ন নদী থেকে এ পর্যন্ত আটক ২৭৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য অধিদপ্তর বরিশালের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, বরিশাল বিভাগে ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর (শনিবার) সকাল ৮টা পর্যন্ত ৭৪০টি অভিযান চালানো হয়েছে। এ সময়ের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় ৪৩৮টি।

এসব অভিযানে তিন দশমিক ৮৯ মেট্রিকটন ইলিশ, ২৭ দশমিক ৩৭ লাখ মিটার অবৈধ জাল ও ২৮টি নৌকা জব্দ করা হয়েছে। মোট মামালা হয়েছে ৪১৩টি।

এর মধ্যে ছয় লাখ ৬৪ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় ও বিভিন্ন মেয়াদে ২৭৭ জনকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এদিকে, বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. ওয়াহিদুজ্জামান জানান, অভিযান শুরুর দিন থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বরিশালে মোট ২৩৮টি অভিযান চালানো হয়েছে। এছাড়া এসময় ৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বরিশালের ২৩৮টি অভিযানে ৭২৯ কেজি ইলিশ, ছয় লাখ ৯৫ হাজার ১শ’ মিটার জাল জব্দ করা হয়েছে। এছাড়া এসময় ১৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ ৪৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় ও ১০৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বরিশাল জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫৭ হাজার ২৮৮ জন। বিভাগে এই সংখ্যা দুই লাখ ৫৫ হাজার ৪৮৬।

যাদের মধ্যে এক লাখ ২৯ হাজার ৬৭৮ জনকে মার্চ থেকে জুন পর্যন্ত প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হয়েছে। চার হাজার ৬৭০ জেলের মধ্যে মাছ শিকারের জন্য জাল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।