ফেনী: ফেনীর সোনাগাজীতে জমি নিয়ে বিরোধের জের ধরে আজিজুল করিম লিটন নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
শুক্রবার (২ অক্টোবর) রাতের কোনো এক সময়ে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- নিহতের চাচাতো ভাই নুরুল আবসারের স্ত্রী সুরমা আক্তার ও তার মেয়ে হামিদা খাতুন।
নিহত লিটন সোনাগাজী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কেরানি বাড়ির আলী আহম্মদ কেরানির ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে লিটনকে মোবাইল ফোনে কল করে ডেকে নিয়ে যায় তার চাচাতো ভাই নুরুল আবসার। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও না পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শনিবার সকালে পুলিশ অভিযান চালায়। এ সময় চাচাতো ভাই নুরুল আবসারের ঘর থেকে লিটনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমজেড