ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ শ্লোগানে শ্রীমঙ্গলে পালিত হলো আন্তর্জাতিক অহিংস দিবস।

এ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়।


 
ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমসের (আইএফএস) সার্বিক পৃষ্ঠপোষকতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন), ম্যাক বাংলাদেশ ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীমঙ্গল দুপ্রক সভাপতি সৈয়দ নেসার আহমেদ।
 
সুজন সদস্য ও স্বজন সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সুজনের সাধারণ সম্পাদক মো. কাওছার ইকবাল, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ, টিআইবি শ্রীমঙ্গল এরিয়া ম্যানেজার খোদেজা বেগম, ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা কয়েস রাসেল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
বিবিবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।