ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৩ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম সাদিকুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে সালমান হোসেন (১৮), মোস্তফা হাওলাদারের ছেলে মুজাফার হাওলাদার (১৮), নুরুজ্জামানের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও সালাম মোল্লার ছেলে জুয়েল মোল্লা (১৯)।
মৎস্য অফিস ও পুলিশ সূত্র জানায়, বিষখালী নদীতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করা হয়। এ সময় ৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
পরে শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর