ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

এমপি লিটনের অস্ত্র ফিরিয়ে নেওয়া হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমপি লিটনের অস্ত্র ফিরিয়ে নেওয়া হচ্ছে মনঞ্জুরুল ইসলাম লিটন

গাইবান্ধা: সৌরভ নামে একটি শিশুর দুই পায়ে গুলি করার অভিযোগে গাইবান্ধা-এক (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনঞ্জুরুল ইসলাম লিটনের ব্যবহৃত দু’টি আগ্নেয়াস্ত্র প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, এমপি লিটনের নিরাপত্তার জন্য একটি পিস্তুল ও একটি শটগান ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তার বিরুদ্ধে অহেতুক পিস্তল ও শটগানের গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া শুক্রবার (২ অক্টোবর) ভোরে সৌরভ নামে একটি শিশুর দুই পায়ে গুলি করার অভিযোগে তিনি অভিযুক্ত। এসব অভিযোগে এমপি লিটনের লাইসেন্সকৃত অস্ত্র দু’টি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হয়েছে।  

শিগগিরই লিটনের ব্যবহৃত দু’টি অস্ত্র প্রত্যাহারের জন্য পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে বলেও জানান এসপি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআই

** আত্মগোপনে সুন্দরগঞ্জের এমপি লিটন
** গুলিবিদ্ধ শিশুটি শঙ্কামুক্ত, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
** এমপির ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধ!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।