ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অহিংস দিবসে রাজশাহীতে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
অহিংস দিবসে রাজশাহীতে শোভাযাত্রা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে অহিংস দিবসে রাজশাহীতে শোভাযাত্রা ও মানববন্ধন করেছে দুটি বেসরকারি সংস্থা।

শনিবার (০৩ অক্টোবর)  দুপুরে মহানগরীর আলুপট্টি বঙ্গবন্ধু চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে কুমারপাড়া ও সাহেব বাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে সাহেব বাজার জিরোপয়েন্টে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইলেক্ট্ররাল সিস্টেমস (আইএফই স) এর পৃষ্টপোষকতায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অহিংস বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- সুজনের রাজশাহী জেলা সভাপতি জালাল উদ্দিন সরদার, সম্পাদক মাসুদুল আলম মাসুদ, মহানগর সভাপতি জয়তুনা খাতুন, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমানিক দেবু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা বেগম, অ্যাডভোকেট এনামুল হক, সমাজসেবী রোজিটি নাজনীন, জেলা ছাত্রদল সভাপতি সফিকুল আলম সমাপ্ত ও হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী জাকারুল ইসলাম।

এছাড়া শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫‍
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।