বগুড়া: বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি (মাধ্যমিক)-২০১৫ ব্যাচের মেধাবী ছাত্রী রিফাত তাসফিয়া রউফ তুবার হত্যাকারীদের বিচারের দাবিতে বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া ও বিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) দুপুরে শহরের নবাববাড়ী রোডের বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার সংগঠক শ্যামল ভট্টাচার্য্য, অনুষ্ঠানের সমন্বয়কারী এটিএম রাশেদুল ইসলাম, তুবার তিন বোন যথাক্রমে ব্যাংক কর্মকর্তা রাহনুমা ফেরদৌস দোলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (এমফিল) অধ্যয়নরত রিফাত শারমিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত (মাস্টার্স) রেদওয়ানা ফেরদৌসসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রিফাত তাসফিয়া রউফ তুবার বড় বোন ব্যাংক কর্মকর্তা রাহনুমা ফেরদৌস দোলা বাংলানিউজকে জানান, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তি চান। অপর দুই বোনও একই দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এমবিএইচ/আইএ
** তুবার হত্যাকারীদের গ্রেফতারে মানববন্ধন