রাজশাহী: জেলার দুর্গাপুর উপজেলায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আয়নাল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার ওমরগাড়ি কামিল মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিক্ষক আয়নাল হকের বাড়ি দুর্গাপুর উপজেলার গোলাবাড়ি গ্রামে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আয়নাল হককে গ্রেফতার করা হয়। ওসি বলেন, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
তিনি ওই মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত থাকলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাড়ে ১১ লাখ টাকার চেক জালিয়াতির মামলা ছিলো।
ওই মামলায় তার এক বছরের সাজা হয়। এরপর থেকেই আত্মগোপনে থাকেন তিনি।
গ্রেফতারের পর দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসএস/বিএস