ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভাইয়ের দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ভাইয়ের দাফন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের গৌরনদী উপজেলার দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে পারিবারিক কবরস্থানে সৈয়দ রোমান হোসেন (২৮) ও সৈয়দ ফয়সাল হোসেনের (৩০) দাফন সম্পন্ন হয়।



এরআগে শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে গ্রামের বাড়িতে এসে পৌঁছে তাদের মৃতদেহ। নিহতরা গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান রোমান হোসেন। চলতি বছরের গত মাসের শুরুতে বড় ভাই সৈয়দ ফয়সাল হোসেনকে মালয়েশিয়ায় নিয়ে যান। কিন্তু ঈদুল আজহার দিনে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।