বরিশাল: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বরিশালের গৌরনদী উপজেলার দুই ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে পারিবারিক কবরস্থানে সৈয়দ রোমান হোসেন (২৮) ও সৈয়দ ফয়সাল হোসেনের (৩০) দাফন সম্পন্ন হয়।
এরআগে শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে গ্রামের বাড়িতে এসে পৌঁছে তাদের মৃতদেহ। নিহতরা গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০০৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান রোমান হোসেন। চলতি বছরের গত মাসের শুরুতে বড় ভাই সৈয়দ ফয়সাল হোসেনকে মালয়েশিয়ায় নিয়ে যান। কিন্তু ঈদুল আজহার দিনে মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
এসআর