ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ঢামেকে চিকিৎসাধীন আসামির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের ধাক্কায় আসামিবাহী মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আসামি নাজিম উদ্দিন (৪০) মারা গেছেন।

শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।



বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক আসাদ বিন মাহমুদ বাংলানিউজকে নিশ্চিত করেছেন। নাজিম উদ্দিনের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়।

নাজিম উদ্দিন চট্টগ্রামের সীতাকুন্ড থানার ইমাম নগর থানার হারুনুর রশিদের ছেলে। বার্ণ ইউনিটে দগ্ধ এসআই আবদুল মালেকসহ বর্তমানে ৩ আসামি চিকিৎসাধীন রয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামের সুজাপুর এলাকায় ট্রাকের সাথে ডিবি পুলিশের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই নিহত হন ডিবি পুলিশের কনস্টেবল আবদুল আজিজ। এছাড়া দগ্ধ হন ৫ পুলিশ ও ৪ আসামি।

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এজেডএস/আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।