সিলেট: নগরীর শাহজালাল সেতু-১ (নয়া পুল) এর উত্তম-পশ্চিম প্রান্তের সড়কের পাশের ঝোপ থেকে পরিচয় অজ্ঞাত যুবকের (২৬) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল (সিওমেক) মর্গে প্রেরণ করে।
সেখানে লাশের সাথে আসা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) সিকান্দর বাংলানিউজকে বলেন, পিঠে এবং কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ওই যুবককে অন্য কোথাও ছুরিকাঘাত করে সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহত যুবকের গায়ে নীল শার্ট ও পরনে বাদামী রঙের প্যান্ট ও জুতা ছিলো। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এএএন/আরআই