ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে পাউবো প্রকৌশলীর বাসভবনে কেরোসিন বোমা নিক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
যশোরে পাউবো প্রকৌশলীর বাসভবনে কেরোসিন বোমা নিক্ষেপ

যশোর: যশোর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর সরকারি বাসভবনে কেরোসিন বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (০৩ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে শহরের কারবালা সড়কস্থ পাউবো কার্যালয়ের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শনিবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা যশোর পাউবো’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর সরকারি বাসভবন লক্ষ করে কোল্ড ড্রিংকসের বোতলে কেরোসিন দিয়ে তৈরি দু’টি বোমা নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়। অবিস্ফোরিত বোমাটি উদ্ধার করে পুলিশ নিষ্ক্রিয় করেছে।

ওসি আরও বলেন, এ ঘটনার পর পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।

যশোর পাউবো’র ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী বাংলানিউজকে জানান, গত দুই মাস আগে তিনি বদলি হয়ে যশোরে এসেছেন। ফলে স্থানীয় কারও সাথে শত্রুতা নেই।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেন্ডার সংক্রান্ত কোনো শত্রুতার প্রশ্নই ওঠে না। কারণ, তিনি যশোরে আসার পর থেকে কোনো প্রকল্পের টেন্ডার আহ্বান করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৭০৩ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।