ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় করতোয়া নদীতে নিখোঁজ তৌকিরের সন্ধান মেলেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
বগুড়ায় করতোয়া নদীতে নিখোঁজ তৌকিরের সন্ধান মেলেনি

বগুড়া: বগুড়া সদর উপজেলা সদরের মালতীনগর বালা মাজার এলাকায় বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে তৌকির (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। তৌকির পেশায় একজন গ্রীল মিস্ত্রী।

সে শহরের রহমান নগর এলাকার হারুনের পুত্র।
 
শনিবার (৩ অক্টোবর) রাতে ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার কোন সন্ধান পায়নি। পরে উদ্ধার অভিযান স্থগিত করে ডুবুরি দল।

স্থানীয়রা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তৌকির তার তিন বন্ধুর সঙ্গে শহরের মালতীনগর বালা বাবার মাজারের কাছে করতোয়া নদীতে গোসল করতে যায়।

গোসলের একপর্যায়ে নদীর ওপারে যাওয়ার চেষ্টার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় তৌকির। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামেন। কিন্তু তারা ব্যর্থ হলে রংপুর থেকে চার সদস্যের ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলটি দীর্ঘ সময় অভিযান চালিয়েও তৌকিরের সন্ধান না পেয়ে রাত সোয়া ১১টায় উদ্ধার অভিযান স্থগিত করেন।

বনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুন্নাফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কয়েক ঘণ্টা টানা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ তৌকিরের সন্ধান পাওয়া যায়নি। তাই আপাতত উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে আবারও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।