খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে জনৈক আব্দুল মতিনকে হত্যার প্রতিবাদে রোববার (০৪ অক্টোবর) খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে সকাল-সন্ধ্যা অবরোধ পালিত হচ্ছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে এ অবরোধ পালিত হচ্ছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জেলার ৪টি উপজেলার আঞ্চলিক সড়কেও যোগযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ৩ সেপ্টেম্বর জেলার মানিকছড়ি উপজেলায় আব্দুল মতিনকে (৬০) নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে বেধে দেওয়া সময়ের মধ্যে গ্রেফতার করতে না পারায় এ অবরোধের ডাক দেয় বাঙালি ছাত্র পরিষদ।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
জেডএস