জয়পুরহাট: জয়পুরহাটে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পুলিশের তালিকাভুক্ত কামাল (২৮) নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা।
শনিবার (৩ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে জয়পুরহাট পৌর শহরের তেঘর-দেবীপুর রেলগেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কামাল দেবীপুর গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, জয়পুরহাট পৌর শহরের তেঘর-দেবীপুর রেলগেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রাত্রি যাপনের উদ্দেশে আসেন কামাল। পৌনে ১২টার দিকে প্রতিপক্ষ গ্রুপের ৪/৫ সন্ত্রাসী সেখানে অতর্কিতে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে কামালের মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট থানায় নিয়ে আসেন।
জয়পুরহাট থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, সন্ত্রাসী কামালের বিরুদ্ধে সদর থানায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাইসহ ৬টিরও বেশি মামলা রয়েছে।
এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও ওসি জানান।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআর