কালাছড়া বিট (মৌলভীবাজার) থেকে ফিরে: সন্তানকে ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় এক মা। করছেন হাহাকার।
মায়ের এই হাহাকার, পুঞ্জিভূত ক্ষোভ আর প্রতিহিংসার দিকে ধাবিত হচ্ছে। গ্রামবাসী এই মায়ের বেদনায় ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়ে উঠেছেন ভিলেজারদের মুখোমুখি রুখে দাঁড়াবার জন্য।
বাসিল ওরাও এবং কলেসটিকার তৃতীয় সন্তান লেনাট। দুই মেয়ে আর দুই ছেলে নিয়ে তাদের টানাটানির সংসার। বাসিল চা বাগানের স্থায়ী শ্রমিক।
![](files/October2015/October04/Lawachara_Part_2_News_3_742225142.jpg)
জানা যায়, দীর্ঘদিন থেকেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বিটের মূল্যবান সেগুনসহ বিভিন্ন গাছ কেটে ভিলেজাররা পাচার করে আসছে। আর তারা ষড়যন্ত্রমূলকভাবে এই গাছ কাটা ও পাচারের দোষ চাপিয়ে আসছে নিরীহ চা শ্রমিকদের উপর। আর চা শ্রমিকদের অভিযোগ উল্টো ভিলেজারদের দিকে। বিষয়টি নিয়েই তুমুল দ্বন্দ্ব বাধে দু’পক্ষের মধ্যে।
লেনাটের পরিবারের নিকটাত্মীয় রবি ডি কস্তা এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, গত ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১৪০ ঘনফুট সেগুন গাছ কাটা ও পাচারের অভিযোগে ভিলেজাররা ষড়যন্ত্রমূলকভাবে লেনাট তিকীকে বনবিভাগের হাতে ধরিয়ে দেয়। এসময় লেনাট গরু খুঁজতে গিয়েছিলো। অথচ আটক করে তাকে কোর্টে চালান দেওয়া হয়।
![](files/October2015/October04/Lawachara_Part_2_News_Pic___763437989.jpg)
রবি আরও বলেন, শুধু তা-ই নয়, লেনাটের খোঁজে তার মা কলেসটিকা কালাছড়া বিট অফিসে গেলে ভিলেজার ক্ষীরোদ ও হরি ২০ হাজার টাকা ঘুষ দাবি করে। তার মা নিজের অসহায়ত্ব প্রকাশ করলে তাদের গৃহপালিত কোনো গরু আছে কি না– তা জানতে চায়। গরু দিতে অনিচ্ছা প্রকাশ করলে বন বিভাগ ভিলেজার ক্ষীরোদ ও হরির কথামতো লেনাটকে কোর্টে চালান করে দেয়।
লেনাটের মা কলেসটিকা বাংলানিউজকে বলেন, গ্রামবাসীর উপর আক্রোশ মেটাতে ভিলেজাররা আমার ছেলেকে পরিকল্পিতভাবে জেলে পাঠিয়েছে। আমার ছেলে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। কালাপুর ইউনিয়ন পরিষদের জন্মসনদ অনুযায়ী আমার ছেলের বয়স চৌদ্দ। আমি আমার ছেলের মুক্তি চাই।
কালাপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতলিব বলেন, কালাছড়ার স্থানীয় চা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পারি, লেনাট সেদিন মাঠে গরু চরাতে গিয়েছিলো। তাকে ডেকে নিয়ে বন মামলায় সাজানো আসামি বানানো হয়েছে।
এ ব্যাপারে জিজ্ঞেস করলে মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা (বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) মো. সাহেব আলী বাংলানিউজকে বলেন, লেনাট যদি কিশোর হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় কাগজপত্র আদালতে হাজির করলে আদালত আইনানুগ যথার্থ সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
বিবিবি/এএ
** ৬ সেগুন গাছ কাটা নিয়ে ভিলেজার-চা শ্রমিক উত্তেজনা