গাজীপুর: জেলার টঙ্গী এলাকা থেকে চারশ’ পিস ইয়াবা ট্যাবলেট, ছয়শ’ ক্যান বিয়ার, পাঁচটি রামদা ও একটি ককটেলসহ আলামিন হোসেন (২৫) ও তার স্ত্রী সালমা আক্তারকে (২০) আটক করেছে পুলিশ। আলামিন টঙ্গী এরশাদ নগর এলাকার মুজিবুর রহমানের ছেলে।
শনিবার (৩ অক্টোবর) রাত ২টার দিকে টঙ্গী দত্তপাড়া এলাকায় হাশেম মোল্লার ভাড়া বাড়ি থেকে অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে টঙ্গী দত্তপাড়া এলাকায় হাশেম মোল্লার ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় চারশ’ পিস ইয়াবা ট্যাবলেট, ছয়শ’ ক্যান বিয়ার, পাঁচটি রামদা ও একটি ককটেলসহ আলামিন ও তার স্ত্রী সালমাকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে টঙ্গী থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আরএম