লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মো. শিপন (২৭) নামে এক সন্ত্রাসীর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জের গণিপুরের একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত শিপন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, শিপন একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআর