ঢাকা: রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ২ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ নিক্কন বড়ুয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে কমলাপুর রেল স্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে তাকে আটক করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, আটক নিক্কন চট্টগ্রাম মেইল এক্সপ্রেসের যাত্রী হয়ে কমলাপুর স্টেশনে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করলে পায়ের সঙ্গে কৌশলে টেপ দিয়ে বাধা ২ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কমলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এজেডএস/জেডএফ/আরএম