ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ধুনটে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়।



এরআগে শনিবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, উপজেলার মাধবডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম (৩০) ও শাহা আলীর ছেলে মাসুদ রানা (২৫)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ফরিদুল ও মাসুদ রানা দীর্ঘদিন ধরে নিজ এলাকায় বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছেন।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।