ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
গাজীপুরে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজিআড়ন এলাকায় একটি বনের ভেতর থেকে রোববার (০৪ অক্টোবর) সকালে আবদুল হাই (৫৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবদুল হাই শ্রীপুর উপজেলার পেলাইধ এলাকার মৃত সাইদ আলীর ছেলে।



শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, সকালে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গাজিআড়ন এলাকায় বনের ভেতর আবদুল হাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

নিহত আবদুল হাই গরুর ব্যবসা করতেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা আরো জানান, বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আবদুল হাই।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।