খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলায় রাবেয়া খাতুন (৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া খাতুন আরডিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় দেয়াড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় একই পরিবারের ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- রাশু বেগম (৩৫), তার ছেলে রাসেল হোসেন (১৫), মেয়ে পিংকি (১৭) ও রাশু বেগমের মা মনোয়ারা বেগম (৬৫)।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন বাংলানিউজকে বলেন, শিশুটিকে প্রথমে গলা টিপে ও পরে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, উপজেলার দেয়াড়া গ্রামের শাহাজান বয়াতির মেয়ে রাবেয়া খাতুন (৮) শনিবার (৩ অক্টোবর) রাতে টেলিভিশন দেখার জন্য প্রতিবেশী হোসেনের বাড়িতে যায়। হোসেনের ছেলে ইবাদত হোসেনের ঘরে টিভি দেখছিল সে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে রোববার (৪ অক্টোবর) সকালে ওই বাড়ির পুকুর থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা শাহাজান বয়াতির অভিযোগ, সম্পত্তি নিয়ে তার সঙ্গে ইবাদত হোসেনের পরিবারের বিরোধ চলছিল। এর জের ধরে তার মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এমআরএম/আরএম